নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিশ্ব আদিবাসী দিবসে দুর্গাপুর শিল্পাঞ্চলে পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতার উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা। শতাধিক পুরুষ, নারী, শিশু ঐতিহ্যবাহী পোশাকে সেজে, মাথায় রঙিন পালক, হাতে ঢাক আর পতাকা নিয়ে অংশ নেয় এদিনের সুসজ্জিত শোভাযাত্রায়। এদিন সকাল থেকেই ধামসা-মাদল আর বাঁশির সুরে মুখরিত হয়ে ওঠে সিটিসেন্টারের পলাশডিহা অঞ্চল। সিধু, কানু আর বিরসা মুন্ডার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে ন শুরু হয় অনুষ্ঠান কর্মসূচি।
এদিনের বিশ্ব আদিবাসী দিবসের শোভাযাত্রায় ধ্বনিত হয় অস্তিত্বের ঘোষণা, যা শহরকে ভরে তুলেছিল আবেগ, আনন্দ আর আত্মমর্যাদার আলোয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শিবাজী মুর্মু বলেন,”প্রত্যেক বছরের মতো এ বছরেও বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।”
এদিনের শোভাযাত্রায় বহু মানুষের সমাগম হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।




