নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাজের দাবিতে দুর্গাপুরের শোভাপুরের এক বেসরকারি হাসপাতালের সামনে গেট আটকে বিক্ষোভে সরব হল আদিবাসী দিসম গাওতা। এদিন বৃষ্টি উপেক্ষা করে মাথায় ত্রিপল দিয়ে তুমুল বিক্ষোভ দেখান সংগঠনের সদস্য তথা আদিবাসী সমাজের মানুষজন।
আদিবাসী সমাজের মানুষজনের অভিযোগ নেতারা টাকা নিয়ে বাইরে থেকে লোক এনে কাজ দিয়েছেন বেসরকারি ওই হাসপাতালে। অথচ তারা স্থানীয়, কাজ চেয়েও কাজ পাননি। যদিও ভোটের সময় নেতারা কাজ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ভোটের পর কেউ ঘুরেও তাকায়নি। এবার কাজ না মিললে ভোট বয়কট ও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী দিসম গাওতা।





