eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে উদ্বোধন হল রাজ্যের প্রথম প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনেশন ক্লিনিকের

দুর্গাপুরে উদ্বোধন হল রাজ্যের প্রথম প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনেশন ক্লিনিকের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে প্রথম প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনেশন ক্লিনিকের উদ্বোধন হলো দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল দ্য মিশন হাসপিটালে। মঙ্গলবার এই ক্লিনিকের উদ্বোধন হয়। এখান থেকে প্রাপ্তবয়স্কদের সবরকম ভ্যাকসিন মিলবে এক ছাদের তলায়।

প্রসঙ্গত আফ্রিকা, অ্যান্টার্কটিকা মহাদেশ সহ বিশ্বের একাধিক দেশে যেতে হলে আগে ভ্যাকসিন নিতে হয়। কিন্তু সেই ভ্যাকসিন পেতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। কলাকাতা ছাড়া সেই ভ্যাকসিন পাওয়া যায় না। এবার থেকে সেই সমস্যায় পড়তে হবে না দুর্গাপুর ও পার্শ্ববর্তী জেলার মানুষজনকে।

হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু এদিন বলেন, “এবার এই হাসপাতালের প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনেশন ক্লিনিকে এই সুবিধা পাওয়া যাবে। রাজ্যে এই পরিসরে কোথাও ভ্যাকসিনেশন ক্লিনিক ছিলনা। ফলে উপকৃত হবেন রাজ্যের বহু মানুষ।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments