নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে রাজ্য এসটিএফের হাতে গ্রেপ্তার ৫কেজি আফিম সহ এক যুবক। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া আফিমের বাজার মূল্য প্রায় প্রায় ১২ লক্ষ টাকা। ধৃত যুবকের নাম নাম শেখ ইয়াম্মুদিন। সে বীরভূমের দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত যুবক ঝাড়খন্ড থেকে আফিম নিয়ে এসে এ রাজ্যে পাচার করত। ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য শিল্প শহরে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত দশটার নাগাদ দুর্গাপুর থানার সিটি সেন্টার চার্চের সামনে একটি চারচাকা নিয়ে আফিম পাচার করার জন্য অপেক্ষা করছিল শেখ ইয়াম্মুদিন। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় এসটিএফ এবং হাতেনাতে আফিম সহ ইয়ামুদ্দিনকে ধরে ফেলে। এরপর ধৃতকে দুর্গাপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার তাকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে ওই যুবক কোনো চক্রের সঙ্গে জড়িত কিনা জানার চেষ্টা করছে পুলিশ।





