নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে গরু পাচারকারীদের লাঠিপেটা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায়।
জানা গেছে, বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুরিয়া এলাকা থেকে দামোদর ব্যারেজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল গরু বোঝাই একটি পিকআপ ভ্যান। গাড়িটির গ্যামন ব্রিজ হয়ে মুচিপাড়া দিয়ে বিধাননগরের দিকে যাওয়ার কথা ছিল। গাড়িটিকে গ্যামন ব্রিজের কাছে আটকায় বিজেপি কর্মীরা। এবং গাড়ি চালক ও এক ব্যক্তিতে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
এদিনের এই অভিযান প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় অবশ্য দাবি করেন বিজেপি কর্মীরা নয় স্থানীয়রাই ওই গরু পাচার রুখে দিয়ে পাচারকারীদের মারধর করেছে। তিনি জানান এদিন স্থানীয়দের মারফত খবর পান গরু পাচার হচ্ছে। এরপরই স্থানীয়দের সঙ্গে নিয়ে গ্যামনব্রিজ এলাকায় একটি গরু বোঝাই গাড়ি আটক করেন ও প্রয়োজনীয় নথি দেখতে চান। কিন্তু তারা কোনো নথি দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপর গরু গুলির বাঁধন খুলে ছেড়ে দেওয়া হয়। পরে গাড়িতে থাকা চালক সহ দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওযা হয়।
এদিন পারিজাত গঙ্গোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “আর কোথায় কি হচ্ছে জানিনা কিন্তু, দুর্গাপুর থেকে আমরা একটাও গরু পাচার হতে দেবনা।”