নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কার্তিক মাসের শুক্রপক্ষের ষষ্ঠী ও সপ্তমী তিথিতে পালিত হয় ছট উৎসব। অস্তমিত ও উদিত সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে সূর্য়দেব ও ছট মাইয়ার আর্শীবাদ ও কৃপা প্রার্না করা হয়। পুজো দুদিনের হলেও চতুর্থী থেকেই শুরু হয়ে যায় ছটকে ঘিরে নানা রীতি নীতি প্রস্তুতি।
এদিকে সারা দেশের সঙ্গে দুর্গাপুর শিল্পাঞ্চলের পালিত হচ্ছে ছট উৎসব। বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশের মূল উৎসব হলেও পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিহারি সম্প্রদায়ের মানুষজন শ্রদ্ধার সঙ্গে এই ছট উৎসব পালন করে থাকে। দুর্গাপুরের বিভিন্ন জলাশয়ের ঘাটগুলি ছট উৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে। তার মধ্যে অম্বুজা কালীবাড়ি সংলগ্ন ভবানী পাঠক কালী মন্দিরের পুকুর ঘাটটিও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। অম্বুজা ছট পূজা সেবা সমিতির উদ্যোগে এই ঘাটেই পুজোর আয়োজন করা হয়। এবছর ছিল তৃতীয় বর্ষের অনুষ্ঠানে।
সোমবার বিকেলের সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পুজো অনুষ্ঠিত হয়। ভক্তসমাগম ছিল চোখে পড়ার মতো। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডিসি পূর্ব অভিষেক গুপ্তা, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পৌর নিগমের কমিশনার আবদুল কালাম আজাদ ইসলাম সহ শহরের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
অন্যদিকে ছট উপলক্ষ্যে জমায়েত ভিত সামলাতে ও যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মজুত ছিল পুলিশ ও স্বেচ্ছাসেবকের দল।

















