eaibanglai
Homeএই বাংলায়নববর্ষের দিন ঐতিহ্য মেনে বার পুজো 'আমরা কজন' ক্লাবের

নববর্ষের দিন ঐতিহ্য মেনে বার পুজো ‘আমরা কজন’ ক্লাবের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নববর্ষের দিন ঐতিহ্য মেনে দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোন এলাকার এডিশন রোডের ‘আমরা কজন’ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফুটবলের বার পুজো। এদিন ক্লাব ময়দানে, ক্লাবের সিনিয়র টিম ও অনুর্ধ ১৯ টিমের সকল খেলোয়াড়, ক্লাব সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে মহাসমারোহের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় পুজো অনুষ্ঠান।

প্রসঙ্গত ‘আমরা কজন’ ক্লাবের দুটি ফুটবল টিম রয়েছে। সিনিয়র টিম, যারা দুর্গাপুর সাব ডিভিশনের সুপারলিগে খেলে ও অনুর্ধ ১৯ টিম। ক্লাব কর্তৃপক্ষ জানান, এদিনের পুজোর মাধ্যমে সকলের জন্য কল্যাণের পাশাপাশি নতুন বছরে যাতে ক্লাবের টিম বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ী হয় ও ক্লাবের নাম উজ্জ্বল করে তারই প্রার্থনা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments