eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বেঙ্গল এডিটর পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে "আনন্দ উৎসব ২০২৫"

দুর্গাপুরে বেঙ্গল এডিটর পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে “আনন্দ উৎসব ২০২৫”

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বেঙ্গল এডিটর (সাপ্তাহিক সংবাদপত্র) পত্রিকা তার চলার পথে চতুর্দশ বছর পার করে ফেলেছে। আর এই বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে এই সাপ্তাহিক সংবাদপত্র সংস্থাটি। সৃজনী সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান “আনন্দ উৎসব ২০২৫”। যেখানে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জ্ঞাপনের পাশাপাশি বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হবে। এদিনের অনুষ্ঠানের অন্যতম চমক বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা শঙ্কর চক্রবর্তী। তিনি উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সিটিসেন্টারে দুর্গাপুর নগরনিগমের সভাকক্ষে, আগামী ২৫ মে রবিবার সন্ধ্যে ৬টায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments