সংবাদদাতা,পশ্চিম বর্ধমানঃ- পশ্চিম বর্ধমান জেলার মাধাইগঞ্জে কুনুর লোকসংস্কৃতি মঞ্চে বিপুল উদ্দীপনার সঙ্গে পালিত হল ‘কুনুর কথা’ পত্রিকার ২৩ তম বর্ষপূর্তি সম্মেলন। সকালে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয় স্থানীয় লোকশিল্পী সুকুমার মন্ডল পরিবেশিত নীলকন্ঠ সংগীত এবং গীতা ভবনের (পাঁচড়া, বীরভূম) অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ কর্তৃক মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানের প্রতি শুভকামনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত। কুনুর কথা আয়োজিত বার্ষিক সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আমন্ত্রিত সংগীতশিল্পী ঋতুকণা ভৌমিকের গাওয়া বৈদিক মন্ত্র ও রজনীকান্তের গান-ও এই পর্বে পরিবেশিত হয়। উভয় পর্ব মিলিয়ে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন- পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ‘পানাগড় বার্তা’র সম্পাদক নির্মল বন্দ্যোপাধ্যায়, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য, সমাজসেবী সুদেব রায়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, দুর্গাপুর মাইকেল মধুসূদন দত্ত কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড: বাসুদেব হাজরা, গোপভূম গবেষক শিবশংকর ঘোষ, সাহিত্যিক তারাচরণ মুখোপাধ্যায় সহ আরও অনেক উল্লেখযোগ্য মানুষ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুনুর কথার সম্পাদক চুনিলাল মুখোপাধ্যায়।


















