eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে পুলিশের হেফাজতে চোর, উদ্ধার কয়েক লক্ষ টাকার সামগ্রী

দুর্গাপুরে পুলিশের হেফাজতে চোর, উদ্ধার কয়েক লক্ষ টাকার সামগ্রী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দীর্ঘদিন ধরে চুরি চালিয়ে শেষে পুলিশের হাতে ধরা পড়ল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ধৃত দুষ্কৃতীর নাম দীপঙ্কর রানা। সে ২০১২ সালে পশ্চিম মেদিনীপুর থেকে দুর্গাপুরে আসে এবং চুরি ছিনতাই শুরু করে। বর্তমানে সে নিউ টাউনশিপ থানা এলাকার বিওজিএল কোলোনির বাসিন্দা। গত ১১ মার্চ বিওজিএল কলোনি থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ এবং হেফাজতে নিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা গেছে ২০২৪সালের ডিসেম্বর মাসে নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা তুষার চৌধুরী নামের এক ব্যক্তির ৫টি মোবাইল ও ১টি ল্যাপটপ চুরি যায়। জানুয়ারি মাসের ৬তারিখে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানার নেতৃত্বে তদন্ত শুরু হয়। যে পাঁচটি মোবাইল চুরি হয়েছিল তারই একটি ব্যবহার করছিল দুষ্কৃতী। এরপর সেই মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাক করে গত ১১ তারিখ বিওজিএল কলোনি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন, সিম কার্ড, এটিএম কার্ড,বিদেশি নোট, পুরনো হাজার টাকার নোট, কাঁসা-পিতলের বাসন সহ প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে বাড়িতে বাড়িতে হুমকি চিঠি ফেলে আসত দুষ্কৃতী দীপঙ্কর। সেই চিঠিতে নির্দিষ্ট জায়গায় টাকা রেখে আসার পাশাপাশি টাকা না দিলে প্রাণ নাশের হুমিকও লেখা থাকত। পুলিশের জেরায় দুষ্কৃতী জানিয়েছে ভয়ে অনকে টাকা নির্দিষ্ট জায়গায় টাকা রেখেও যেত।

অন্যদিকে উদ্ধার হওয়ার চুরির সামগ্রীর মালিকদের চিহিন্ত করে সেগুলি ফিরিয়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments