নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে মহিলা আইনজীবীকে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম বিক্রম মণ্ডল, জুনেদ শাকিল, মিথিলেশ যাদব ও আমন আলী। রবিবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হলে আমন আলী ও মিথিলেশ যাদবকে ৫ দিনের পুলিশি হেফাজত এবং বাকি দুজনকে জেল হেফাজতের নির্দেশ দেন এসিজেএম ইনচার্জ দেবকল্পা সরকার।
অভিযোগকারিনী আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়, বিভিন্ন দিক থেকে এই মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং মিথ্যাভাবে অভিযোগকারিনী আইনজীবীর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করার ভয় দেখানো হচ্ছে।
প্রসঙ্গত ধৃত আমন আলী দুর্গাপুর বিধাননগর এলাকার একটি হোটেলের মালিক। কিছু দিন আগে ওই হোটেলে অবৈধ কাজ চলার অভিযোগ উঠেছিল। যা নিয়ে হৈ চৈ পড়ে গিয়েছিল শহরে।





