eaibanglai
Homeএই বাংলায়ওড়িশা থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার চার

ওড়িশা থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার চার

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শহর থেকে গাঁজা উদ্ধার করল কোকওভেন থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের তিন যুবক সহ চারজনকে। আটক করা হয়েছে একটি চারকাকা গাড়ি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গাঁজা পাচারের খবর পেয়ে গ্যামন ব্রিজের দিক থেকে রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকের দিকে যাওয়ার রাস্তায় নাকা চেকিং শুরু করে কোকওভেন থানার পুলিশ। সেই সময় সাদা চারচাকা একটি গাড়িকে তল্লাশির জন্য দাঁড় করানো হয়। গাড়ির ভেতর তখন চালক সহ চারজন ছিল। সেই গাড়িতে তল্লাশি করার সময় ডিকি খুলে পুলিশ কর্মীরা দেখেন তিনটি ট্রলি ব্যাগ ও তিনটি কালো ব্যাগ রয়েছে। সেগুলি খুলতেই পুলিশ কর্মীদের চোখ কপালে উঠে। সেই ব্যাগগুলির ভেতর ছিল বিপুল পরিমাণ গাঁজা। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল দুর্গাপুরের রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল, মুর্শিদাবাদের রানিনগরের আনারুল ইসলাম, দিলদার মন্ডল ও আব্দুল খালেক শেখ। বাজেয়াপ্ত করা হয় ৭৫ কেজি গাঁজা। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গাঁজা পাচারের উদ্দেশ্যে মুর্শিদাবাদের রানিনগরের তিন যুবক উড়িষ্যার বারপল্লী থেকে ট্রেনে করে ধানবাদ হয়ে দুর্গাপুর স্টেশনে পৌঁছয়। স্টেশনে তাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল বেনাচিতির রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল। সেখান থেকে সকলে মিলে ওই গাড়িতে করে রাতুড়িয়া অঙ্গদপুরের রাস্তা ধরে ওয়ারিয়ার দিকে যাচ্ছিল। সেখানেই এই গাঁজা পাচারের কথা ছিল। কিন্তু তার আগে পথেই তাদের আটকে দেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে জানার চেষ্টা করছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments