নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শহরবাসীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দমদম জেলের এক বন্দিকে হেফাজতে নিল দুর্গাপুর থানার পুলিশ। বন্দি ওমকার সিংকে বুধবার দুপুরে মহকুমা আদালতে পেশ করা হলে আট দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই প্রতারণার ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে মাস কয়েক আগে সিটি সেন্টারের অম্বুজানগরী এলাকায় একটি প্রাইভেট কোম্পানির নামে ভুয়ো অফিস খুলে প্রতারণার কারবার শুরু করে একটি চক্র। তারা ফোনে বা ম্যাসেজ করে শহরের মানুষজনকে বিভিন্ন মূল্যবান উপহার সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে কোম্পানির অ্যাকাউন্টে কিছু টাকা জমা দিতে বলত। মূল্যবান উপহার পাওয়ার লোভে অনেকেই তাদের অ্যাকাউন্টে অর্থ জমা করতেন। কিন্তু পরে সেই উপহার নিতে অফিসে গিয়ে গ্রাহকরা বুঝতে পারতেন তারা প্রতারিত হয়েছেন। এইভাবে শহরের বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। শেষ পর্যন্ত অনেক গ্রাহকই কোম্পানির বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ জানতে পারে জাল চক্রটি ইতিমধ্যে শহরের মানুষের কাছে প্রায় ১.১৮কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
জালিয়াতি কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে এই চক্রের অন্যতম অভিযুক্ত দমদম জেলে রয়েছে। এরপরই তাকে আদালতে পেশ করে হেফাজতে নেয় পুলিশ। তবে এই চক্রের মূল পাণ্ডা এখনও অধরা। ধৃত ওমকার সিংকে জিজ্ঞাসাবাদ করে জালিয়াতি চক্র ও তার মূল পাণ্ডার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা পুলিশের।