eaibanglai
Homeএই বাংলায়রাতের শহরে সশস্ত্র দুষ্কৃতীদের দাপাদাপি, ধৃত পাঁচ

রাতের শহরে সশস্ত্র দুষ্কৃতীদের দাপাদাপি, ধৃত পাঁচ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে পুলিশ দুষ্কৃতী ধস্তাধস্তি। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় সশস্ত্র পাঁচ দুষ্কৃতীকে। ঘটনা বুধবার রাতের দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকার।

ঘটনা সূত্রে জানা যায় বুধবার রাতে ট্রেনে করে পাঁচ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল দুর্গাপুর স্টেশনে নামে এবং ডাকাতির উদ্দেশ্যে স্টেশন বাজার সংলগ্ন এলাকায় পৌঁছয়। সেখানে আরেক দুষ্কৃতীর সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছিল দলটি। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ এলাকায় হানা দিলে দুষ্কৃতী দলটি পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে পাকড়াও করতে গেলে দুই দলরে মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছে সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শাটার পিস্তল, একটি নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাঁচ দুষ্কৃতীর মধ্যে চারজন বিহারের বাসিন্দা। ঝাঁঝার রণজিৎ রবিদাস, সন্তোষ দাস, ভিকি শা, বিজয় শা ও অন্যজন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা দীপক দাস। বৃহস্পতিবার ধৃতদের হেফাজত চেয়ে মহকুমা আদালতে পেশ করে কোকোওভেন থানার পুলিশ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান, পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments