নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পানাগড়ের পাথর ব্যবসায়ীকে অপহরণকাণ্ডে অপহরণকারীদের অস্ত্র সরবরাহের অভিযোগে দুই ব্য়ক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা অন্ডাল থানার কাজোরার বাসিন্দা শিবদানি মোদি ও অশোক রবিদাস।
প্রসঙ্গত চলতি মাসের ১০ তারিখ কাঁকসার বিরুডিহার বাসিন্দা ব্যবসায়ী জয়ন্ত গড়াইকে অপহরণ করে দুষ্কৃতীদের একটি দল। তাকে বুদবুদ থানার সোয়াই মোড়ের কাছে একটি হোটেলে আটকে রেখে পরিবারের কাছে ৫০ লক্ষ টাকা মুক্তি পণ দাবি করে অপহরণকারীরা। যদিও ৬ লক্ষ দিয়ে ছাড়া পান ওই ব্যবসায়ী এবং গত ১৩ তারিখ বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গত ২৬ তারিখ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে সুপ্রিয় খাওয়াশই নামে এক ব্যক্তি আবার ইসিএলের ইঞ্জিনিয়ার (এমটেক)। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার নিউটাউনশিপ থানার টেটিখোলার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। সেই প্রেক্ষিতে নিউটাইনশিপ থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের তদন্তে নেমে সোমবার রাতে অন্ডালের কাজোরা থেকে শিবদানি মোদি ও অশোক রবিদাসকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাদের মহকুমা আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে অপহরণকাণ্ডে ধৃতরা সকলেই বর্তমানে জেব হেফাজতে রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের চিহ্নিতকরণের জন্য জেলে টিআই প্যারেডের ব্যবস্থা করা হবে।
















