eaibanglai
Homeএই বাংলায়জাল নোট উদ্ধার, দোষীকে ১০ বছরের সাজা শোনাল দুর্গাপুর আদালত

জাল নোট উদ্ধার, দোষীকে ১০ বছরের সাজা শোনাল দুর্গাপুর আদালত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পাঁচ লক্ষ টাকার জাল নোট রাখার অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে দশ বছর জেলের সাজা ঘোষণা করল দুর্গাপুর মহকুমা আদালত। পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। সোমবার, এডিজে (বন) বিচারক শৈলেন্দ্র কুমার সিং অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন ও মঙ্গলবার সাজা ঘোষণা করেন।

জানা গেছে সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম ফিরোজ আলম,মালদা জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা। গত বছরের ১৪ জুলাই এসটিএফ ফিরোজ আলমের বিরুদ্ধে জাল নোটের একটি মামলা নথিভুক্ত করেছিল।

সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, গত বছরের জুলাই মাসে, রাজ্য এসটিএফ জাল টাকার লেনদেনের তথ্য পেয়ে কাঁকসা থানার বিরুডিহার একটি হোটেলে অভিযান চালিয়ে ফিরোজ আলমকে গ্রেপ্তার করে। এবং তার কাছ থেকে ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এসটিএফ অভিযুক্তকে গ্রেফতার করে কাঁকসা থানায় হস্তান্তর করে। আসামীর বিরুদ্ধে চার্জশিট পেশ করে পাঁচজনকে সাক্ষী করেছিল পুলিশ। সোমবার দুর্গাপুর ডিভিশন আদালতের এডিজে ওয়ানে মামলার শুনানি হয় এবং সমস্ত সাক্ষী এবং প্রমাণকে ন্যায্যতা দিয়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments