নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের দুর্গাপুর ফরিদপুর থানার ঝাঁঝরা এলাকা থেকে চোনা চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। ধৃত যুবকের নাম রিঙ্কু ধনঞ্জয় লায়েক। তার বাড়ি বাঁকুড়ার ইন্দাসে। পুলিশের দাবি প্রায় ১৫ দিন ধরে দুর্গাপুরে গা ঢাকা দিয়ে লুকিয়ে ছিল সে।
পুলিশের সূত্রে জানা গেছে, দিন পনেরো আগে মার্চ মাসে মহারাষ্ট্রের আজাদ নগর থানার দুলে এলাকার একটি সোনার দোকান থেকে ৬০০ গ্রাম সোনা চুরি যায়। যার বাজার মূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা। দোকানের মালিক আজাদ নগর থানায় অভিযোগ দায়ের করে জানান তাঁর দোকানের কর্মচারী রিঙ্কু ধনঞ্জয় লায়েক ওই সোনা নিয়ে পালিয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এবং অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে সে দুর্গাপুরে রয়েছে।
এরপরই আজাদনগর থানার পুলিশের একটি দল দুর্গাপুরে পৌঁছয় এবং খোঁজ খবর নিয়ে জানতে পারেন অভিযুক্ত রিঙ্কু ধনঞ্জয় দুর্গাপুর ফরিদপুর থানার ঝাঁঝরা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছে। মঙ্গলবার রাতে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই আত্মীয়ের বাড়িতে হানা দেয় মহারাষ্ট্র পুলিশের দল এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে তিনদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। এরপরই ধৃতকে নিয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। জানা গেছে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনা উদ্ধারের চেষ্টা চালাবে আজাদ নগর থানার পুলিশ।





