নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুরনো তৃণমূল কর্মীদের বঞ্চিত করে বিজেপির আশ্রিত মাফিয়াদের সদস্যপদ দেওয়া হচ্ছে। তৃণমূলের তিন শ্রমিক নেতার বিরুদ্ধে এমনই বঞ্চনা ও দুর্নীতির অভিযোগ করে ছবি দেওয়া পোস্টার পড়েছে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায়। আর সেই পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শহর জুড়ে শুরু হয়েছে বিতর্ক।
প্রায় দু’পাতা দীর্ঘ পোস্টারটির একটি অংশে লেখা হয়েছে, “কিছু বোল্ডার ও লোহা মাফিয়াদের নিয়ে এএসপিতে গেট মিটিং করেছেন আইএনটিটিইউসির জেলা কোষাধক্ষ্য দীপঙ্কর লাহা আইটিটিউসির ব্লক সভাপতি কল্লোল ব্যানার্জি ও শান্তনু সোম। আবার বিজেপির ছত্রছায়ায় থাকা সেই সব লোহা আর বোল্ডার মাফিয়াদের দিচ্ছেন সদস্য পদও। অথচ তৃণমূলের পুরনো কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে না।” এমনকি পোস্টারের শেষ অংশে দেওয়া হয়েছে অভিযুক্ত নেতাদের ছবিও।
মঙ্গলবার সকাল থেকে বিতর্কিত ওই পোস্টার ঘিরে শহর জুড়ে বিতর্ক তৈরি হতেই, ইনটাকের জেলা সভাপতি সুভাষ সাহা বলেন, “এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যারা আগে করে কম্মে খাচ্ছিলেন, তারা আজ ক্ষমতার বাইরে। ইনকাম নেই আর যার জন্য এই লড়াই।” একই অভিযোগে শাসক দলকে আমক্রণ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বও।
যদিও ষড়যন্ত্র করে ওই পোস্টার দেওয়া হয়েছে বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব। এই প্রসঙ্গে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন, “রাষ্ট্রায়ত্ত সংস্থায় যে শ্রমিক সংগঠন বর্তমানে কাজ করছে তারা শ্রমিকদের পাশে রয়েছে। তাই কিছু লোক বাজার গরম করার জন্য তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে।” পোস্টারে করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও এদিন দাবি করেন তিনি।





