নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রবিবার ইন্ডিয়ান ব্যাঙ্কের (এলাহবাদ) আসানসোল জোনাল শাখার উদ্যোগে দুর্গাপুরের সিটিসেন্টারের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল বাণিজ্য মেলা ‘অ্যাসেটস ফেয়ার ২০২৪’। এই জোনাল শাখার অন্তর্গত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এবং বীরভূম এই পাঁচ জেলায় মোট ৯১টি ব্যাঙ্কের শাখা রয়েছে। এই পাঁচ জেলার সমস্ত শাখার মোট ৬৩টি সম্পত্তি এদিনের মেলায় নিলামের ব্যবস্থা করা হয়েছিল।
প্রসঙ্গত ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারলে আইনানুগভাবে ব্যাঙ্কের তরফে গ্রাহকের যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় তাই এই বাণিজ্য মেলার মাধ্যমে নিলামের ব্যবস্থা করা হয়। যাতে ব্যাংকের জমাকৃত অর্থ ফেরত আসে। এদিন ব্যাঙ্কের তরফে ডোপুটি জোনাল ম্যানেজার মিঃ রমেশ জানান আগের বারের মেলায় ভালো সাড়া পাওয়া গিয়েছিল। প্রায় ৫কোটি টাকা মূল্যের ১০টি সম্পত্তি বিক্রি করা সম্ভব হয়েছিল। যার কারণে এবার ৫টি জেলাকে একসঙ্গে নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। যেখানে ক্রেতারা এক ছাদের তলায় পাঁচ জেলার সম্পত্তির হদিশ পাবেন। পাশাপাশি তিনি জানান মেলায় শুধু রেসিডেন্সিয়াল নয় কমার্শিয়াল সম্পত্তি জমি, বাড়ি, প্লট, মল ইত্যাদি রয়েছে।
উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বর মাসেই দুর্গাপুরে ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলায় ভালো সাড়া পেয়ে ফের বাণিজ্য মেলা করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।