নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- টাউনশিপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এটিএম-এ লুঠপাট চালাল দুষ্কৃতীরা। ঘটনা দুর্গাপুরের কোকওভেন থানার দুর্গাপুর কেমিক্যালস কলোনির। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
জানা গেছে শুক্রবার রাতে টাউনশিপে লোডশেডিং হয়। এরপরই টাউনশিপের একটি কোয়ার্টারে থাকা এটিএমে হানা দিয়ে লুঠপাট চালিয়ে পালায় দুষ্কৃতীরা। শনিবার সকালে স্থানীয়রা টাকা তুলতে গিয়ে দেখেন এটিএম মেশিন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এটিএমের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরাও উধাও। পরে খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় পুলিশ ও ব্যাঙ্কের কর্মীরা।
স্থানীয়দের অভিযোগ, লুঠপাটের সুবিধার জন্য রাতে টাউনশিপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এটিএমে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের এহেন তাণ্ডবে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা, টাউনশিপে দুষ্কৃতীদের বাড়বাড়ন্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সরব হন।
অন্যদিকে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।


















