নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অটো-টোটোর দ্বন্দ্বের জেরে দুর্গপুরের সমস্ত রুটে বন্ধ থাকল অটো চলাচল। শহরে টোটোর দৌরাত্ম্য সহ একাধিক অভিযোগ ও দাবিতে বৃহস্পতিবার এক দিনের প্রতিকি ধর্মঘটের ডাক দেন শহরের অটো মালিক ও চালকেরা। ফলে এদিন সকাল থেকে কাজে বেরিয়ে ভোগান্তির শিকার হতে হয় শহরের নিত্যযাত্রীদের।
এদিন সুজিত ব্যানার্জি নামে এক অটোচালক তথা অটোর মালিক জানান, শহরে টোটোর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। এমনকি শহরের বিভিন্ন অটো স্ট্যান্ড থেকে যাত্রী তুলে নিচ্ছে টোটোগুলি। ফলে যাত্রী তোলা নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং যাত্রী পরিষেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন অবৈধ টোটোর উপর রাস টানতে কোনও পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। পার্শ্ববর্তী জেলা থেকে অচল টোটোগুলি এখানে এনে সারিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনও রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে।
জয়ন্ত জোয়ারদার নামে অন্য এক অটো চালক ও মালিক জানান, দুর্গাপুর শহরে অটোর একটা নির্দিষ্ট রুট আছে। আর সেই রুটেই অটো চালকরা নিয়ম মেনে চলাচল করেন। কিন্তু ইদানিং যে হারে টোটোর সংখ্যা বেড়েছে তাতে সমস্যায় পড়তে হচ্ছে অটোচালকদের। অটো রুট থেকে যাত্রী তুলে নিচ্ছে টোটোগুলি। ফলে আর্থিক খতির মুখে পড়তে হচ্ছে তাদের। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়েই তারা এদিন ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন বলে জানান।
অটো চালকেরা এদিন হুঁশিয়ারি সুরে জানান অবিলম্বে প্রশাসন যদি বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য বনধ ও অনশনের মতো বৃহত্তর আন্দোলনের পথে নামতে তারা বাধ্য হবেন।





