নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বয়ঃসন্ধির সময়ে শরীর ও মনের পরিবতর্ন নিয়ে সঠিক শিক্ষা না থাকায় নানা ধরণের সমস্যায় ভুগতে হয় কিশোর কিশোরীদের। এমনকি এই সময় ছাত্র ছাত্রীদের সঠিকভাবে যৌন শিক্ষা দিয়ে বড় করা গেলে যৌন হেনস্থা ও ধর্ষণের মতো সামাজিক ব্যধিও অনেকটাই এড়ানো সম্ভব বলে মনে করেন অনেক মনোবিজ্ঞানী ও মনো চিকিৎসকরা। তাই বয়ঃসন্ধিকালীন পড়ুয়াদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে এগিয়ে এসেছে দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘অমৃতস্য পুত্র কন্যা’।
দুর্গাপুরের সগরভাঙ্গা হাই স্কুলের কিশোরী পড়ুয়াদের বয়ঃসন্ধিকালীন নানা প্রশ্নের উত্তর দিতে ও পুরো বিষয়টি নিয়ে তাদের অবগত ও সচেতন করতে একটি বিশেষ সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছিল ‘অমৃতস্য পুত্র কন্যা’র পক্ষ থেকে। যেখানে পানাগড়ের বিশিষ্ট প্রবীণ চিকিৎসক টি. কে ভৌমিক পড়ুয়াদের গল্পের ছলে যৌনশিক্ষা প্রদান করেন।
স্কুলের প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জী ‘অমৃতস্য পুত্র কন্যা’কে ধন্যবাদ জ্ঞাপন করে জানান এই সেচতনতা শিবিরের ফলে তাঁর স্কুলের পড়ুয়ারা অনেকটাই উপকৃত হবে।
প্রসঙ্গত বাম আমলে জীবনশৈলী নাম দিয়ে স্কুল পাঠ্যক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্তি করা হয়েছিল। বিষয়টি নিয়ে স্কুলে কর্মশালা করা হত। কিন্তু পরে জীবনশৈলীকে বাদ দেওয়া হয়। বর্তমান স্কুলের পাঠ্যক্রমে ঠাঁই হয়নি যৌন শিক্ষার। যদিও মনোবীদদের মতে যৌন শিক্ষার অভাব কিশোর কিশোরীদের সুস্থ মানসিক বিকাশের ব্যাঘাত ঘটায়। অনেক ক্ষেত্রে তা মানসিক বীকৃতির রূপ নেয় । যার প্রভাব পড়ে সমাজেও।