eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে সার্ভিকাল ও ব্রেস্ট ক‍্যান্সার নিয়ে আলোচনা সভা

দুর্গাপুরে সার্ভিকাল ও ব্রেস্ট ক‍্যান্সার নিয়ে আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিশ্ব তথা ভারতবর্ষ জুড়ে দিন দিন ক‍্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর রিপোর্ট অনুসারে, প্রতি ১০ জন ভারতীয়র মধ্যে ১ জনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ৫০ বছরের কম বয়সী মহিলাদের মধ্যে ক্যান্সারের হার পুরুষদের তুলনায় বেশি, যা একটি উদ্বেগের বিষয়। আবার মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে সার্ভিকাল বা জরায়ু মুখ ও ব্রেস্ট বা স্তন ক‍্যান্সারের। পরিসংখ্যান বলছে এই দুই ক্যান্সারে আক্রান্ত হয়ে মহিলাদের মৃত্যুর হার ৪০ শতাংশ।

মহিলাদের ক্যান্সার নিয়ে সচেতনতার লক্ষ্যে সম্প্রতি দুর্গাপুরে হয়ে গেল একটি বিশেষ আলোচনা সভা। দুর্গাপুর ইস্পাত কারখানার সিআইটিউ অনুমোদিত হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন দুর্গাপুর-এর উদ‍্যোগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় ইউনিয়ন অফিসে (১ নং বিদ‍্যাসাগর এভিন‍্যু, বি-জোন, দুর্গাপুর-৫) এই স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। যেখানে বিশিষ্ট গায়নোকলজিস্ট ডাঃ আশিস কুমার চ‍্যাটার্জী ‘সার্ভিকাল ক‍্যান্সার’ বিষয়ে এবং ডাঃ রুনু মুখার্জী ‘ব্রেস্ট ক‍্যান্সার’ বিষয়েআলোচনা করেন। ডাঃ মুখার্জী আলোচনা সভা শুরুর আগে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

উদ্যোক্তারা জানা এই ক্যান্সারের বিষয়ে নারী-পুরুষ নির্বিশেষে সাধারণের মধ্যে সচেতনতা নেই বললেই চলে। তাই সাধারণের মধ্যে ক্রমবর্ধমান এই ক্যান্সার নিয়ে সচেতনার লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সভায় স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments