নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাংকে পালিত হল ৭২তম নিখিল ভারতীয় সমবায় সপ্তাহ। বর্ধমান থ্রি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট সমিতির আয়োজনে মহাসমারোহে পালিত হল দিনটি। উল্লেখ্য, ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশজুড়ে পালিত হচ্ছে সমবায় সপ্তাহ, যার গুরুত্বপূর্ণ অংশ ছিল দুর্গাপুরের এই আয়োজন।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী, প্রাক্তন পৌরমাতা ধৃতি ব্যানার্জী জালান, রিনা চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। ব্যাংকের চেয়ারম্যান ললিত দাস অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্টজনের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।
এরপর একে একে উপস্থিত অতিথিরা নিজেদের সমবায় ব্যঙ্ক নিয়ে তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,“সমবায় উন্নয়ন আত্মনির্ভর ভারত গড়ার অন্যতম স্তম্ভ। সমবায়ের অগ্রযাত্রা আরও গতিময় হোক এই শুভকামনা জানাই সকলকে।”
প্রসঙ্গত, সমবায় সপ্তাহের এই উদযাপন শুধু মাত্র অনুষ্ঠান নয়, এটি মানুষের হাতে ক্ষমতায়ন, স্বনির্ভরতার পথে এগিয়ে চলা এবং সামাজিক ঐক্যের বার্তা বহন করে।


















