eaibanglai
Homeএই বাংলায়আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,বাঁকুড়াঃ- আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে উত্তেজনা জেলায় জেলায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে আশাকর্মীদের আটক করার অভিযোগ উঠেছে। সেই ছবি দেখা গেল দুর্গাপুর ও বাঁকুড়াতেও। কলকাতায় অভিযানে যোগ দিতে যাওয়ার আগেই স্টেশনে আশাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। যা নিয়ে এদিন ভোরে সাময়িক উত্তেজনা ছাড়ায় দুর্গাপুর ও বাঁকুড়া স্টেশনে।

প্রসঙ্গত, এদিন সকাল থেকে দুর্গাপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের আশা কর্মীরা কলকাতার স্বাস্থ্য ভবন অভিযানের ডাকে সাড়া দিয়ে অভিযানে যোগ দিতে কলকাতায় যাওয়ার জন্য দুর্গাপুর স্টেশনে জড়ো হয়। কিন্তু অভিযোগ তাদের ট্রেনে উঠতে বাধা দেয় পুলিশ এবং আটক করে নিয়ে যায়। আশা কর্মীদের নেত্রী কেকা পাল কেও দুর্গাপুর মহিলা থানায় আটক করে রাখা হয়। প্রতিবাদে সোচ্চার হয়ে আশা কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন স্টেশনের বাইরে। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই দলীয় কর্মীদের নিয়ে স্টেশনে পৌঁছন ও আশাকর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি মহিলা থানায় পৌঁছন ও নেত্রী কেকা পালের সঙ্গে কথা বলেন। কেকাদেবী জানান, তাকে ভোরের অন্ধকারের মধ্যে রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিশ। এইভাবে আশাকর্মীদের আন্দোলন জোর করে রুখে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে লক্ষণ ঘোড়ুই জানান, তিনি দলীয়র কর্মীদের নিয়ে আশাকর্মী নেত্রীর সঙ্গে দেখা করতে গেলে থানার মূল গেট বন্ধ করে রাখা হয়। যদিও দলীয় কর্মীরা জোর করে থানার ভিতরে প্রবেশ করে এবং এরপরই বিধায়কের কাছে সম্পূর্ণ ঘটনা জানান নেত্রী কেকা পাল। তিনি আশাকর্মীদের সবরকম সহায়তা ও পাশে থাকারও আশ্বাস দেন।

অন্যদিকে এদিন বাঁকুড়া স্টেশনেও একই ছবি ধরা পড়ে। জেলা তথা বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকার আশাকর্মীরা এদিন কলকাতায় অভিযানে যোগ দেওয়ার জন্য ভোরে স্টেশনে পৌঁছলে পুলিশ তাদের আটকে দেয় বলে অভিযোগ। স্টেশনে ঢোকার মুখেই তাদের আটকে দেওয়ার এবং ধরপাকড়ের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।

অন্যদিকে বাঁকুড়ার বড়জোড়া ও জয়পুরেও আশাকর্মীদের কলকাতায় যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগে। প্রতিবাদে বড়জোড়ার চৌমাথা মোড়ে দুর্গাপুর-বাঁকুড়া রাজ্য সড়ক এবং জয়পুর বাঘাজোল বাসস্ট্যান্ডে বিষ্ণুপুর-কলকাতা দু’নম্বর রাজ্য সড়কে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। তাঁদের অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা নিজেদের ন্যায্য দাবিদাওয়া আদায়ের জন্য স্বাস্থ্য ভবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন, কিন্তু পথে পুলিশ তাদের বাস থেকে নামিয়ে দেয়।

প্রসঙ্গত স্থায়ী সাম্মানিক ন্যূনতম ১৫ হাজার টাকা, অবিলম্বে সমস্ত বকেয়া প্রদান-সহ আট দফা দাবিতে গত ২৯ দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করে আন্দোলন করছে রাজ্যের আশাকর্মীরা। বুধবার স্বাস্থ্যভবনে ডেপুটেশন জমা দিতে যাওয়ার কথা ছিল আশাকর্মীদের। সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা এদিন ভোরে কলকাতায় স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ স্টেশনে স্টেশনে তাদের বাধা দেয় ও আটক করে বলে অভিযোগ। যদিও পুলিশি বাধা এড়িয়ে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য ভবনে পৌঁছে যান আশাকর্মীরা। যদিও তারা স্বাস্থ্য ভবনে ঢোকার অনেক আগেই ব্যারিকেট করে তাদের আটকে দেওয়া হয় এবং সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ আশাকর্মীরা।

অন্যদিকে আশাকর্মীদের এই আন্দোলন রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, আশাকর্মীদের রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments