eaibanglai
Homeএই বাংলায়খুশির ঈদ পালিত শিল্পাঞ্চলে ও বাঁকুড়ায়, পুলিশের উপহার, শুভেচ্ছা আদান প্রদান সাংসদের

খুশির ঈদ পালিত শিল্পাঞ্চলে ও বাঁকুড়ায়, পুলিশের উপহার, শুভেচ্ছা আদান প্রদান সাংসদের

সংবাদদাতা,দুর্গাপুর,বাঁকুড়াঃ- এক মাস ধরে পবিত্র রমজান মাস পালনের পর আসে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব খুশির ঈদ বা ঈদ উল-ফিতর। ইসলামী ক্যালেন্ডার (হিজরি) অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস। আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ঈদ।

সোমবার সারা বিশ্ব, দেশ তথা রাজ্যের পাশাপাশি এদিন শিল্প শহর দুর্গাপুরেও সমারোহে পালিত হয় খুশির ঈদ। বিধাননগরের খয়রাসোলের ঈদগারে ঈদের নামাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পক্ষ থেকে মৌলবীদের হাতে তুলে দেওয়া হয় ঈদের উপহার স্বরূপ ফল ও মিষ্টান্ন। নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পক্ষ থেকে নামাজ আদায়কারীদের হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক ও ঈদের উপহার। সকাল থেকেই ঈদ উপলক্ষ্যে বহু মানুষ জমায়েত হন। পবিত্র রমজান মাসের শেষে খুশির ঈদে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। অন্যদিকে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলে।

অন্যদিকে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচান তলার বঙ্গ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। নামাজ শেষে একে অপরকে ইদ মোবারক জানিয়ে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এদিনের ঈদের নামাজে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার সহ একাধিক ব্যক্তি। এরপর সকলে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে খাওয়া দাওয়া ও আনন্দ উৎসবে মেতে ওঠেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments