নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বৃহস্পতিবার ছিল দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন । গত চারদিন ধরে চলেছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব। প্রেসিডেন্ট, সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ক্যাশিয়ার, লাইব্রেরিয়ান , অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান , এবং ১৫ জন এক্সিকিউটিভ মেম্বার নিয়ে মোট ছাব্বিশ জনের বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটি হবে ।
প্রেসিডেন্ট পদে চারজন প্রার্থী এবং সেক্রেটারি পদে দুইজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।। প্রেসিডেন্ট পদে এবার সরাসরি লড়াই হতে চলেছে আইনজীবী সঞ্জীব কুন্ডু এবং বরিষ্ঠ আইনজীবী গোরক্ষ প্রসাদ সাউ -এর মধ্যে। এবং সেক্রেটারি পদে লড়াই হবে আইনজীবী অনুপম মুখার্জী এবং কল্লোল ঘোষের মধ্যে ।
অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে এবারেরই সব থেকে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে- মোট ১১৯টি । এর পাশাপাশি এই বারের নির্বাচনে সর্বপ্রথম মহিলা ও জুনিয়র আইনজীবীরা সব থেকে বেশি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দুর্গাপুরে সরাসরি কোন নির্বাচন হয়নি। তাই তৃণমূল থেকে বিজেপি কংগ্রেস থেকে সিপিএম সব দলেরই নজর রয়েছে দুর্গাপুর কোর্টের এই বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে।





