eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অভূতপূর্ব জয় সর্বকনিষ্ঠ প্রার্থী সঞ্জীব কুন্ডুর

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অভূতপূর্ব জয় সর্বকনিষ্ঠ প্রার্থী সঞ্জীব কুন্ডুর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অভূতপূর্ব জয় পেলন বিশিষ্ট আইনজীবী সঞ্জীব কুন্ডু। তিনি দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ইতিহাসে সব থেকে কম বয়সী বা সর্ব কনিষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে নজির গড়লেন।

প্রসঙ্গত এবারের দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি, সহ সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক, লাইব্রেরিয়ান, সহ লাইব্রেরিয়ান সহ মোট ২৬ টি পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সভাপতি পদের লড়াই। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলের হেভি ওয়েট সরকারি পিপি তথা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি দেবব্রত সাঁই সহ চারজন। গত ৪ নভেম্বর ছিল নির্বাচন। গণনা প্রক্রিয়া চলে তিন দিন ধরে ৫ -৭ তারিখ। তিন দিনের টানা উত্তেজনার পর অবশেষে শুক্রবার নির্বাচনের ফল প্রকাশ হয়। যেখানে দেখা যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবব্রত সাঁইয়কে বিশাল ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন সঞ্জীববাবু। ব্যবধান ২৫০-এরও বেশি ভোট।

এই জয় নিয়ে সঞ্জীববাবু বলেন, “যারা ক্ষমতায় ছিলেন, তাঁদের অহংকার, তাঁদের দুর্নীতি,তাঁদের স্বজনপোষন, তাঁদের থ্রেট কালচার, এই সবকিছুর বিরুদ্ধে আইনজীবীরা ভোট দিয়েছেন। তাতেই এই অভূতপূর্ব জয় এসেছে।”

এদিকে বিশিষ্ট আইনজীবী তথা দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতির এই বিশাল ব্যবধানে হারের পর নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী দিনে তিনি আর পিপি ( পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবী) ইনচার্জ পদে থাকবেন কিনা সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। জানা গেছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অতীতের সভাপতি পদের লড়াইয়ে কোন প্রার্থী এত বিশাল ব্য়বধানে হারেননি ।

অন্যদিকে সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে সঞ্জীব কুন্ডুর এই জয়কে আইনজীবী মহলে বলা হচ্ছে, নতুন প্রজন্মের নেতৃত্বে বার অ্যাসোসিয়েশনের নতুন অধ্যায়। নতুন সভাপতির নেতৃত্বে আদালতে গতি শৃঙ্খলা ও ঐক্য আসবে বলে আশা আইনজীবী মহলে। জয়ী সভাপতিও ঐক্যের পথে উন্নয়নের বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সমগ্র আইনজীবী সমাজের উন্নয়ন তাঁর প্রধান লক্ষ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments