eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে জমে উঠেছে ভোটের খেলা

দুর্গাপুরে জমে উঠেছে ভোটের খেলা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে জমে উঠেছে ভোটের খেলা। এ মাসেই শেষ হতে চলেছে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন কমিটির মেয়াদ। এদিকে এর মধ্যেই চোরাগোপ্তা প্রচারে নেমে পড়েছেন অনেক হেভিওয়েট আইনজীবীরা।

সূত্র মারফত জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনে পিতামহ ভীষ্মের মতো সেক্রেটারি পোস্টে বিরাজমান অনুপম মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ভোটে লড়বেন তৃণমূলের আরেক হেভিওয়েট প্রার্থী কল্লোল ঘোষ। অপরদিকে প্রেসিডেন্ট পদে বিরাজমান তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই। সেই পদের জন্য এবার হিন্দি বলয়ের সিনিয়র আইনজীবী গোরক্ষ সাউ লড়াই করতে চলেছেন বলে জানা যাচ্ছে। আবার তৃণমূলের দীর্ঘদিনের কর্মী তুষার গুপ্তও প্রেসিডেন্ট পদে দেবব্রত সাঁইয়ের বিরুদ্ধে লড়বেন বলে জানা গেছে। এছাড়াও তিনজন আ্যসিট্যান্ট জেনারেল সেক্রেটারি ২ জন ভাইস প্রেসিডেন্ট,১ জন লাইব্রেরীয়ান, ১ জন আ্যসিট্যান্ট লাইব্রেরীয়ান ও ১ জন ক্যাসিয়ার এবং আরো অন্যান্য পদে লড়াই হতে চলেছে। সূত্র মারফত এও জানা যাচ্ছে এক প্রাক্তন বিচারপতি ফটিক মন্ডলও এই লড়াইয়ের ময়দানে ব্যাট হাতে নেমে পড়েছেন। আবার কয়েকজন বিগত কমিটির আইনজীবী সাথে কথা বলে জানা গেছে এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে চান না তারা।

আপাতত যা পরিস্থিতি তাতে এই নির্বাচনে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই দেখা যেতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের অনেকেই। এখন দেখার বিষয় শাসক দলের তরফে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা।

আগামী পৌরসভার নির্বাচনের আগে এই আইনজীবীদের নির্বাচন কি বার্তা দেয়, এখন সেই দিকেই তাকিয়ে শিল্পাঞ্চলবাসী। তবে সব মিলিয়ে এবারের দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন কমিটির নির্বাচন যে রীতিমতো জমজমাট হয়ে উঠতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments