eaibanglai
Homeএই বাংলায়জল ছাড়ছে ডিভিসি, দুর্গাপুর ব্যারাজ পরিদর্শন সেচ মন্ত্রীর

জল ছাড়ছে ডিভিসি, দুর্গাপুর ব্যারাজ পরিদর্শন সেচ মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- লাগাতার বৃষ্টির জেরে ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ ও বিতর্কের মধ্যে জল ছাড়ার পরিমাণ ক্রমশ বাড়িয়েই চলেছে ডিভিসি কর্তৃপক্ষ। ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জেরে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হতেই দুর্গাপুর ব্যারেজেও জলের চাপ বৃদ্ধি পায়। ফলে গত দুদিন ধরে দফায় দফায় জল ছাড়া শুরু করেছে ডিভিসি। রবিবার সকাল থেকে ৭১,৭২৫ কিউসেক হারে জল ছাড়া হয় দুর্গাপুর ব্যারাজ থেকে।

অন্যদিকে এই পরিস্থিতিতে রবিবার দুপুরে দুর্গাপুর ব্যারাজ পরিদর্শন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বিসর্জন ঘাট এবং ব্যারেজের চতুর্দিক ঘুরে দেখেন। পাশাপাশি জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর সুরেই ডিভিসির বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাজ্য বা সেচ দফতরের সাথে কোনরকম আলোচনা না করেই জল ছাড়ছে ডিভিসি। নিজেদের উদ্দেশ্যেই ভুলে গেছে তারা। বন্যা নিয়ন্ত্রণের বদলে অতিরিক্ত জল ছেড়ে কৃত্রিমভাবে বন্যা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। জল ধারণের জায়গায়া চর হয়ে তাতে গাছ গাছালি হয়ে গেছে। ফলে জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। অথচ জল ধারণ বাড়ানোর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য রাজ্যের বৃষ্টির প্রকোপ আমাদের রাজ্যকে সহ্য করতে হচ্ছে ডিভিসির অব্যবস্থাপনার জন্য।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments