নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার দুপুরে দুর্গাপুর ব্যারাজের সংস্কার কাজ খতিয়ে দেখলেন সেচ দপ্তরের সচিব মণীশ জৈন। এদিন সচিব বলেন,”দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দক্ষ ইঞ্জিনিয়ার রা পরিদর্শন করছেন প্রতিমুহূর্তে। আগামী দিনে যাতে ব্যারেজের ক্ষতি না হয় সেজন্য গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে। আগামী ১৫ ই জুনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে।”
প্রসঙ্গত গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে দুর্গাপুর ব্যারাজের রাস্তা সংস্কারের কাজ। সেই জন্য ব্যারেজের ডাউন স্ট্রীমে বিকল্প রাস্তা তৈরি করা হয়। বর্তমানে সেই রাস্তা দিয়েই পণ্যবাহী গাড়ি ছাড়া সমস্ত গাড়ি যাতায়াত করছে।
এদিন মণীশ জৈনের সঙ্গে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক এন সিয়াদ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, বড়জোড়ার বিধায়ক অলক মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা।





