জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, দুর্গাপুর পশ্চিম বর্ধমান -: বর্ষার আগমন উপলক্ষ্যে বর্ষাকালকে স্বাগত জানানোর পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যের প্রশংসা করার জন্য আষাঢ় মাসে যে উৎসব পালন করা হয় সেটি বর্ষামঙ্গল নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শান্তিনিকেতনে এই উৎসব শুরু হয়। গান, নাটক, কবিতা আবৃত্তি পাঠ, পুতুল নাচ সহ বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে বর্ষার বন্দনা করা হয়।
শান্তিনিকেতনের প্রচলিত ঐতিহ্য বজায় রেখে বিগত বছরের মত এবছরও দুর্গাপুুরের সুপরিচিত আন্তরিক সাহিত্য পত্রিকা গোষ্ঠী বর্ষামঙ্গল উৎসবের আয়োজন করে। ‘আপনজন’ সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩০ জন শিল্পী ও কবি অংশগ্রহণ করেন।
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি শিবদাস রুদ্র। তাকে সহযোগিতা করেন লাকী চট্টরাজ, স্নেহাশিস মুখোপাধ্যায়, পরিমল দাস, অর্চনা সিংহরায়, তরুণ সাহা, রীনা রায়, রব গর্গ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত নৃত্য, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, শ্রুতি নাটক ইত্যাদি পরিবেশন করেন। প্রবীণরা দিনটির গুরুত্ব সবার সামনে তুলে ধরেন। একসময় মননশীল আলোচনা অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উমাশংকর সেন ও অন্তরা সিংহরায়।
‘আন্তরিক সাহিত্য’ পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে অন্তরা দেবী বললেন, বাংলার প্রতিটি ঋতুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আয়োজন করা হয়ে থাকে। আমরা বর্ষা ঋতুকে স্বাগত জানানোর জন্য বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করেছি। তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে তিনি আগত অতিথিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।




