নিজস্ব সংবাদদাতাঃ- দুর্গাপুরের ডে ড্রিমার্স সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে সৌন্দর্য প্রতিযোগিতা “প্রিয়দর্শী ও প্রিয়দর্শিনী”সিজন ফাইভ। তবে সৌন্দর্য প্রতিযোগিতার বিশেষত্ব হল এই প্রতিযোগিতায় ৮ থেকে ৮০ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে র্যাম্পে হাঁটবেন বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধারা। এমনকি সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে থাকবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ওরাও পারে ‘। তাই এই ইভেন্টিকে সৌন্দর্য প্রতিযোগিতা না বলে বরং বিভিন্ন বয়সী প্রতিভাকে তুলে ধরার প্রয়াস বলে জানিয়েছেন উদ্যোক্তা সংস্থার কর্ণধার সুস্মিতা মুখার্জি। রবিবার সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই বিশেষ ইভেন্টটি সম্পর্কে জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ছোট পর্দার খ্যাতনামা অভিনেতা সৌগত দাশগুপ্ত ও অভিনেত্রী পিয়ালী দাস। এছাড়া উপস্থিত ছিলেন টলিউডের মেকআপ আর্টিস্ট সুজাতা পাশওয়ান ও মেকআপ আর্টিস্ট সৌমি বোস।
আগামী ৩ অগস্ট দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে “প্রিয়দর্শী ও প্রিয়দর্শিনী”। মূলত তিনটি ক্যাটাগরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিডস, মিস ও মিসেস। প্রতিযোগিতায় দুর্গাপুর সহ তৎসংলগ্ন এলাকার বিভিন্ন বয়সীরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টলিউডের বিখ্যাত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত থাকবেন টলিউডের ও সিরিয়াল জগতের বেশ কিছু খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী।
এই প্রতিযোগিতাকে কলকাতার বুকে দুর্গাপুরের প্রতিভাদেরকে সুযোগ করে দেওয়ার এক অন্যতম প্ল্যাটফর্ম বলে মনে করছেন উদ্যোক্তারা।





