eaibanglai
Homeএই বাংলায়পুরনিগমে ডাঃ বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তির শিলান্যাস

পুরনিগমে ডাঃ বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তির শিলান্যাস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:- দুর্গাপুরের রূপকার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসে দুর্গাপুর নগর নিগমের বিশেষ উদ্যোগ। এই মহান ব্যক্তিত্বকে স্মরণ করার পাশাপাশি এদিন পুরসভায় শিলান্যাস হলো ডঃ বিধান চন্দ্র রায়ের আবক্ষ্য মূর্তির। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্য রাখী তিওয়ারি, ধর্মেন্দ যাদব সহ বিশিষ্ট জনেরা। সকলে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে সকলে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এদিন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “পুরনিগমের ঐকান্তিক ইচ্ছা ছিল দুর্গাপুর তথা বাংলার রূপকারের একটি আবক্ষ মূর্তি, তাঁর জন্ম তথা মৃত্যুদিনে উন্মোচন করা। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তাই এদিন সেই কাজের শিলান্যাস করা হল। মূর্তি তৈরি হলেও ভালো দিন দেখে সেটি উন্মোচন করা হবে। তাঁর মূর্তিটি পুরনিগমে বসানো হয়ে গেলে, দুর্গাপুর পুর নিগমের ঢোকার আগে সকলে অন্তত একবার তাঁকে প্রণাম করে ঢুকবেন। আর সেটাই হবে তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন।”

প্রসঙ্গত দুর্গাপুর শহর প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডাঃ বিধানচন্দ্র রায়ের। তাঁর দূরদৃষ্টি ও পরিকল্পনাতেই দুর্গাপুর একটি ইস্পাত নগরী হিসেবে গড়ে ওঠে। তাঁর মুখ্যমন্ত্রীত্বের সময়কালে এই শহরটির পরিকল্পনা ও বিকাশ ঘটে। দুর্গাপুর শহরের রূপকার হিসেবে ডঃ বিধানচন্দ্র রায়কে প্রতি বছর ১লা জুলাই তাঁর জন্মদিন ও মৃত্যুদিনে স্মরণ করা হয়। দুর্গাপুরের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এই দিনটি “জাতীয় চিকিৎসক দিবস” হিসেবেও পালিত হয়। কারণ বিধানচন্দ্র রায় কেবল একজন রাজনীতিবিদ বা দক্ষ প্রশাসকই ছিলেন না তিনি একজন কিংবদন্তি চিকিৎসকও ছিলেন। ১৯৬১ সালে ভারতরত্ন উপাধিতে তাঁকে ভূষিত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments