নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আসন্ন ছট পুজো উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউটাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশের। শনিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ছটব্রতীদের মধ্যে পুজোর ডালা বিতরণ করা হয়। ছটব্রতীদের হাতে পুজোর ডালা তুলে দেন দুর্গাপুরের এসিপি সুবীর রায়, সিআই রণবীর বাগ এবং ফাঁড়ির ইনচার্জ মিহির দে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ কর্মী ও আধিকারিকরা।
এসিপি সুবীর রায় বলেন, “বিধাননগর পুলিশ ফাঁড়ি সব উৎসবেই মানুষের পাশে থাকে। দুর্গাপুজো থেকে মহরম, ঈদ থেকে ছট আমরা সবাইকে নিয়ে আনন্দ ভাগ করে নিতে চাই। এই অনুষ্ঠানও সেই মানবিকতারই অংশ। আমরা চাই উৎসব সুস্থ ও সুন্দরভাবে হোক।”
অন্যদিকে স্বাভাবিকভাবেই ছটের উপহার পেয়ে খুশি ছটব্রতীরা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করে ধন্য়বাদ জ্ঞাপন করেন।


















