eaibanglai
Homeএই বাংলায়দিনেদুপুরে বিধাননগর হাউসিং কলোনিতে দুঃসাহসিক চুরি

দিনেদুপুরে বিধাননগর হাউসিং কলোনিতে দুঃসাহসিক চুরি

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– একেবার দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে দুর্গাপুরের বিধাননগর হাউসিং কলোনির আবাসনের দরজার তালা ভেঙে নগদ ও সোনার গয়না সহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরেরা। ঘটনায় একাধারে বিষ্মিত ও আতঙ্কিক এলাকাবাসী। এর আগে কলোনিতে এই ধরণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয়দের। এলাকা পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে এন টি পি এস থানার পুলিশ।

বিধাননগর হাউসিং কলোনির একটি আবাসনের বাসিন্দা মাধব দত্ত পেশায় ব্যবসায়ী। বিধাননগর জোনাল মার্কেটে তার দোকান রয়েছে। মাধববাবু জানান এদিন সকালে অন্যান্য দিনের মতেই কাজে বেরিয়েছিলেন। অন্যদিকে সকালে সাড়ে নটা নাগাদ তার স্ত্রী ও শ্বশুরমশাই একটি কাজে সিটিসেন্টারে গিয়েছিলেন। বাড়ি ফাঁকাই ছিল। এর মাঝে এগারোটা নাগাদ সিটিসেন্টারে যাওয়ার জন্য হেলমেট নিতে তিনি বাড়িতে যান। মাধববাবুর দাবি তখনও সব ঠিকঠাক ছিল। বাড়ির দরজার তালা খুলে তিনি হেলমেট নেন ও ফের তালা লাগিয়ে চলে যান। পরে দুপুর পৌনে বারোটা নাগাদ তার স্ত্রী বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা ও আলমারি খোলা। আলমারিতে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা ও প্রায় ৪ ভরি সোনার গয়না খোয়া গেছে। মাধববাবু জানান তার ছেলের বিয়ের কথাবার্তা চলছে। তার জন্যই কিছু সোনার গয়না কেনা ছিল।

প্রসঙ্গত মাধববাবুর আবাসনটি দোতালায়া এবং ওপরে-নীচে, চারিপাশের প্রতিটি আবাসনেই লোক রয়েছে। এরমধ্যে দিনেদুপুরে আবাসনের চারিদিকে লোকজন থাকাকালীন এই দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন কলোনির বাসিন্দারা। দিনের বেলায় কীভাবে চুরির ঘটনা ঘটল ভাবতেই পারছেন না তারা। তাদের মতে দিনের বেলায় ফাঁকা আবাসনে এভাবে চুরি হলে সন্ধ্যা বা রাতে তো বাড়ি থেকে বের হওয়াই যাবে না। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আবাসিকরা। এলাকায় পুলিশের কোনো টহলদারির ব্যবস্থা নেই বলেও দাবি করেছেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments