নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুজোর বিসর্জন নিয়ে দুই পুজো কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ঝামেলার জেরে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের ডিপিএল এলাকায়। এজোন আদিবেদী ও ডুমুরতলা, এই দুই সর্বজনীন পুজো কমিটির সদস্যদের মধ্যে গতকাল খেজুরতলার কাছে সংঘর্ষ বাধে। পরে কোকওভেন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রবিবার এজোন আদিবেদী পুজো কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে ডুমুতলা পুজো কমিটির তরফেও অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ দামোদরে বিসর্জনের পথে খেজুরতলার কাছে দুই পুজো কমিটি একই রাস্তায় পৌঁছে যায়। কারা আগে যাবে এই নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এজোন আদিবেদী পুজো কমিটির তরফে অভিযোগ করা হয় ডুমুর তলা তাদের পথ আটকে প্রতিমা নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। তারা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর বাঁশ লাঠি নিয়ে হামলা চালানো হয়। তাদের বিসর্জনের শোভাযাত্রায় প্রচুর মহিলা থাকায় তাঁরা পাল্টা হামলা চালানো থেকে বিরত থাকেন। অন্যদিকে ডুমুরতলা পুজো কমিটির তরফে অভিযোগ করা হয়, আদিবেদী পুজো কমিটি অপেক্ষা না করে জোর করে প্রতিমা ও শোভাযাত্রা নিয়ে যাওয়ার চেষ্টা করে এমনকি তাদের সদস্যদের উপর হামলাও চালানো হয়।





