নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির নানা কর্মসূচি। এই আবহে ইভটিজিংকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘাত ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ইস্পাত নগরীতে।
সরস্বতী পুজোয় এক যুবতীকে বিজেপির কিছু কর্মী ইভটিজিং করে বলে অভিযোগ তৃণমূলের। তারই প্রতিবাদে তারা সরব হন বলে দাবি। অন্যদিকে বিজেপির দাবি ভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপির এক কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। প্রতিবাদে বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বি-জোন ফাঁড়িতে প্রতিবাদ জানায় বিজেপি কর্মী সমর্থকা।
তৃণমূলের এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ এদিন বলেন,”ইস্পাত নগরীর চন্ডীদাসে একটি সরস্বতী পুজো হচ্ছে। সেখানেই এলাকার এক যুবতী ছিল। তাকে উদ্দেশ্য করে বিজেপির বেশ কিছু কর্মী ইভটিজিং করে। তারই প্রতিবাদ করে তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই ইস্যুকে সামনে রেখেই উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা। বিজোন ফাঁড়ি ঘেরাও করে রাজনৈতিক রং দিতে চেষ্টা করেন বিজেপি বিধায়ক।”
অন্যদিকে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”দুর্গাপুরের জংশন মলের সামনে এডিডি এর জমিতে অবৈধভাবে দোকান বসিয়েছিল দেবাংশু রায়। তারই প্রতিবাদ করেছিল আমাদের কর্মীরা। সেই জন্যই চন্ডীদাস এলাকার একটি ক্লাব থেকে দেবাংশু রায় সহ বেশ কিছু ছেলে আমাদের কর্মীর উপর হামলা চালায়। এটি রাজনৈতিক কোন ব্যাপার নয়।”


















