eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা

দুর্গাপুরে প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- ‘পরিবর্তন সংকল্প সভা’ ঘিরে দুর্গাপুরে প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন দলের বর্ষীয়ান নেতা। বিষয়টি নিয়ে কটাক্ষ জেলা তৃণমূল নেতৃত্বের।

প্রসঙ্গত শনিবার দুর্গাপুরের মুচিপাড়ায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ ছিলো। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শেষ সভা শেষ হতেই দলের অন্দরেই শুরু হয় তীব্র বিশৃঙ্খলা। দলের নেতা ও কর্মীদের সামনে ক্ষোভ উগরে দেন বর্ষীয়ান বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

তাঁর অভিযোগ, সভার মঞ্চে তাঁকে তোলা হয়নি। অন্য রাজনৈতিক দল থেকে আসা নেতাদেরই এখন প্রাধান্য দেওয়া হচ্ছে। আর পুরনো ও নিষ্ঠাবান বিজেপি কর্মীরা দলীয় কর্মসূচিতে কোনও গুরুত্বই পাচ্ছেন না। এদিন ক্ষোভ প্রকাশ করে বর্ষীয়ান এই নেতা বলেন, “দুর্গাপুরে নতুন বিজেপি নেতারা চোর-ছ্যাঁচড়ের দল। বাইরে থেকে আসা নেতারা ছড়ি ঘোরাচ্ছেন। অথচ দীর্ঘদিনের কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন।”

প্রসঙ্গত উল্লেখ্য একসময় অমিতাভ বন্দ্যোপাধ্যায় বিজেপির জেনারেল সেক্রেটারি ও জেলা সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি বিজেপির সুশাসন বিভাগের দায়িত্বে রয়েছেন।

অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন,”এটাই তো বিজেপি। এই দল এমন একটা দল, যাদের সঙ্গে মানুষের কোন সম্পর্ক নেই। মাটির সাথে যে দলের নেতাদের কোন সম্পর্ক নেই। এরা মানুষের কথা ভাবেনা। ওই নেতা দেরী করে হলেও, সারমর্ম বুঝতে পেরেছেন।”

পুরো বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়লেও দলীয় নেতৃত্বের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments