সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ– বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে রবিবার দুর্গাপুরের লাউদোহা অঞ্চলের প্রতাপপুর এলাকায় চারাপোনা উৎসবের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই পাওনা টাকা চেয়ে হানা এক তৃণমূল কর্মীর। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। পরে কোনোক্রমে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তৃণমূল কর্মী বিশ্বনাথ গোস্বামীর অভিযোগ, জিতেন্দ্র তেওয়ারি যখন তৃণমূল করতেন সেই সময় সঞ্জয় যাদব নামে তার এক অনুগামী ছিলেন। সঞ্জয়ের কাছ থেকে প্রায় ১ লক্ষ ৪৩ হাজার টাকার মতো তাঁর পাওনা রয়েছে । এদিন জিতেন্দ্র তেওয়ারির চারাপোনা উৎসবে সঞ্জয় যাদবকে দেখা মাত্রই, বিশ্বনাথ গোস্বামী জনা পাঁচেক সাঙ্গপাঙ্গ নিয়ে ঢুকে পড়েন বিজেপি নেতার অনুষ্ঠানস্থলে। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে নিমেষে অশান্তি ছড়ায় । পুলিশ তড়িঘড়ি ছুটে গিয়ে পরিস্তিতি সামাল দেয়।
এদিনের ঘটনা প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি দাবি,তাঁর উদ্যোগে লাউদোহায় চারাপোনা উৎসবকে ভুন্ডুল করতে শাসকদল ও পুলিশ উঠে পড়ে লেগেছিল। স্থানীয় বিজেপি নেতৃত্বও ওই ঘটনাকে শাসক দলের চক্রান্ত বলে অভিযোগ করেছে। যদিও তৃণমূল নেতৃত্বের পাল্টা অভিযোগ পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ও তার লোকজন, তাদের অভিযোগ ভিত্তিহীন।
সবমিলিয়ে এদিনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে দুই রাজনৈতিক দলের তরজা।





