নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে দুর্গাপুরের সিটিসেন্টারে ধর্ণা মঞ্চ করে প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা থেকে শুরু করে প্রতিদিনই বিজেপির রাজ্য নেতারা সেখানে উপস্থিত থাকছেন ও বক্তব্য রাখছেন। শনিবার এই প্রতিবাদ মঞ্চে উপস্থিত হয়েছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ, বাঁকুড়ার শালতোড়ারবিজেপি বিধায়ক চন্দনা বাউড়িরা। আর এই মঞ্চ থেকেই কলকাতায় সবচেয়ে কম অপরাধ হওয়ার এনসিআরবি-র রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন সজলবাবু।
এদিন তাঁকে বলতে শোনা যায়, “অপরাধ তো ঘটছে, কিন্তু রিপোর্ট পাঠানো হচ্ছে না। যদি ভারতবর্ষের সব রাজ্য এই প্রক্রিয়া মানে, তাহলে দেশের সমস্ত অপরাধই শূন্য হয়ে যাবে! এ রাজ্য থেকেও ভুল বা কম রিপোর্ট পাঠানো হয় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে। ফলে সত্যিই অপরাধের পরিসংখ্যান দেখা যায় না।”
অন্যদিকে বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ প্রশাসনকে দায়ী করে কটাক্ষের সুরে বলেন, “মেয়েদের নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। আমি নিজে দুই মেয়ের মা। তাই বলছি মেয়েরা স্কুলে কলেজে যাওয়ার সময় ব্যাগে, ব্লেড, সেফটিপিন বা ছোট কোন অস্ত্র রাখ। এছাড়া উপায় নেই।”
অন্যদিকে বিজেপি নেতা নেত্রীদের এই সমালোচনার বিরুদ্ধে পাল্টা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “নির্যাতিতার পাশে না দাঁড়িয়ে ধর্ণা মঞ্চ করে ওরা রাজনীতি করছে। এটা রাজনীতি করার সময় না।”





