eaibanglai
Homeএই বাংলায়এডিডিএ-এর উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিজেপি বিধায়কের বিক্ষোভ কর্মসূচি

এডিডিএ-এর উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিজেপি বিধায়কের বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বহিষ্কৃত তৃণমূল যুবনেতার বিরুদ্ধে টাকা নিয়ে এডিডিএ-এর জমিতে অবৈধ দোকান বসানোর অভিযোগ উঠেছে। এবার এই ঘটনায় সরব হল স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযুক্ত তৃণমূল যুবনেতাকে গ্রেফতারের দাবিতে ও উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত মঙ্গলবার দুর্গাপুরের জংশন শপিং মলের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ভেঙে দেওয়া হয়। এদিনের এই দখলদারি উচ্ছেদে অভিযান চালানোর সময় ক্ষোভে ফেটে পড়েন দোকানদাররা। তাদের দাবি ওই এলাকায় দোকান করার জন্য প্রতিমাসে তাদের কাছ থেকে পাঁচ হাজার করে নিতেন তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা দেবাংশু রায়। প্রতি মাসে হাজার হাজার টাকা দেওয়ার পরও কেন তাদের দোকান ভেঙে দেওয়া হল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

অন্যদিকে ওই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত নেতাকে গ্রেফতারের দাবিতে বুধবার সিটিসেন্টারে এডিডিএ অফিসের মূলগেট আটকে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সঙ্গে ছিলেন উচ্ছেদ হওয়া দোকানদারদেরা।

এদিন বিধায়ক অভিযুক্তকে গ্রেফতারের জন্য় তিন দিনের সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, “কিছু ব্যবসায়ীকে খুশি করার জন্য এই উচ্ছেদ চালানো হচ্ছে। দেবাংশু রায় ৫ হাজার টাকা নিয়ে ছোট-ছোট ব্যবসায়ীদের বসিয়েছিল। আজ আবার উচ্ছেদ চালানো হচ্ছে। আমি চেয়ারম্যানকে তিনদিনের সময় দিচ্ছি। যদি ব্যবসায়ীদের নিয়ে বসে সমস্যার সমাধান না করতে পারেন তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”

যদিও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানান, শহরের রাস্তা করা হচ্ছে সেই জন্য কিছু কিছু অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। আর কেউ আইন বিরুদ্ধ কোনো কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments