নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আরজি কর মামলার রায় ঘোষণা আজ। শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস ওই মামলার রায় ঘোষণা করবেন। অন্যদিকে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে এদিন অভিনব কর্মসূচি করে সোচ্চার হল দুর্গাপুর পূর্বের বিজেপি নেতৃত্ব।
এদিন দুর্গাপুরের চন্ডিদাস বাজারে রীতিমতো ফাঁসির মঞ্চ ও ফাঁসিকাঠ তৈরি করে,তিলোত্তমার বিচার চাই ধর্ষকের ফাঁসি চাই এই স্লোগান দিয়ে সরব হন বিজেপি কর্মী সমর্থকরা। দলের যুব মোর্চার জেলা নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে চলে এই কর্মসূচি। পারিজাতবাবু বলেন অভিযুক্তের সর্বোচ্চ সাজা ফার্সির দাবি জানাতেই এই অভিনব কর্মসূচি।
প্রসঙ্গত গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার দিন রাতেও হাসপাতালে ডিউটিতে ছিলেন তিনি।
এইপরই সারা দেশ এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটনার তীব্র প্রতিবাদে সোচ্চার হন মানুষজন। ঘটনার তদন্তভার গ্রহণ করে সিবিআই এবং ঘটনার দু’মাসের মাথায় গত ১১ নভেম্বর বিচারপ্রক্রিয়া শুরু হয়। শিয়ালদহ আদালত আজ সেই মামলার রায় ঘোষণার দিন।