সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- পানাগড় কাণ্ডের প্রতিবাদে ও রাজ্যের নারীদের নিরাপত্তার দাবিতে কর্মী সমর্থকদের নিয়ে দুর্গাপুরে ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তার দপ্তরের সামনে প্রতিবাদে সরব হলেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ডিসির দেখা না পেয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত চলে বিক্ষোভ কর্মসূচি।
প্রসঙ্গত এদিন ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তার দপ্তরে পানাগড় কাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিতে যান বিধায়ক, কিন্তু তিনি সেই সময় না থাকায় দপ্তরের সামনের অরবিন্দ এভিনিউয়ে বসে পড়ে কর্মী সমর্থকদের নিয়ে বিভোক্ষ দেখাতে থাকেন অগ্নিমিত্রা। বিধায়ক পানাগড় কাণ্ড নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ কমিশনার বলে দিলেন রেষারেষি! ১৭ কিলোমিটার জুড়ে যদি রেষারেষি হয় তাহলে পুলিশ পেট্রলিং কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল ? ওদের কাজ শুধু তৃণমূলের তাঁবেদারি করা। তৃণমূল ক্যাডারদের থেকেও বড় ক্যাডার রাজ্য পুলিশ। “
অন্যিদকে এদিন বিকেল সাড়ে চারটা থেকে বিক্ষোভ শুরু হলেও চলে রাত পর্যন্ত। রাত হয়ে যাওয়ায় কর্মীদের জন্য রীতিমতো খিচুরি রান্নার আয়োজন করে ফেলন বিধায়ক। কর্মী সমর্থকদের জন্য খিচুড়ি রান্না করতে করতে তিনি বলেন, “যতক্ষণ না পর্যন্ত পুলিশের কাছ থেকে সদুত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে। প্রয়োজনে সারা রাত বিক্ষোভ চলবে।” যদিও দীর্ঘ প্রায় চার ঘণ্টা বিক্ষোভ চলার রাত ৮টা নাগাদ পুলিশ জাতীড় সড়কে নিরাপত্তার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন বিধায়ক।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলার মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ দলীয় কর্মীরা যোগ দিয়েছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য গতকালই পানাগড় কাণ্ডে অভিযুক্তদের গাড়ির চালক পানাগড়ের ব্য়বসায়ী বাবলু যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ওই গাড়িটি বাবলু যাদবেরই এবং ঘটনার দিন সেই গাড়ি চালাচ্ছিল।





