eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

দুর্গাপুরে বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ২০২২ সালে দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেটে গেছে আরও প্রায় আড়াই বছর। কিন্তু তার পরও নির্বাচন না করানোয় ভেঙে পড়েছে নাগরিক পরিষেবা ব্যবস্থা। তীব্র দাবদহের মধ্যে এলাকায় এলাকায় শুরু হয়েছে পানীয় জলের সংকট। এমনই একাধিক অভিযোগে শুক্রবার দুর্গাপুরের তিন নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভে সরব হল বিজেপি নেতা কর্মীরা।

এদিন বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপির তিন নম্বর মন্ডলের সভাপতি বুদ্ধদেব মন্ডল, জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। তাঁরা অভিযোগ করেন, নির্বাচন না হওয়ায় এখন কাউন্সিলন শূণ্য পুরসভা। তারফলে বেহাল নাগরিক পরিষেবা। কোথাও মিলছে না পানীয় জল,কোথাও আবার পথবাতির সমস্যা রয়েছে। বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। কাউন্সিলর না থাকায় শংসাপত্র পেতেও চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। এইসব অভিযোগ সামনে রেখে এদিন একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব নানান সমস্যা রয়েছে স্বীকার করে নিয়ে জানান, সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments