eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে "কালা দিবস" পালন বিজেপির

দুর্গাপুরে “কালা দিবস” পালন বিজেপির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত পুরসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে বুথ দখল করে ভোট করানোর অভিযোগ তুলেছিল বিরোধীরা। ২০১৭ সালের ১৩ আগস্ট নগর নিগম নির্বাচনের দিনটিকে কালা দিবস হিসেবে ঘোষণা করেছিল তাঁরা। যদিও ২০১৭ সালের ওই নির্বাচনে পুরনিগমের সবকটি আসনেই জয়ী হয় তৃণমূল এবং পুরবোর্ড গঠন করে। তারপর পুরবোর্ডের মেয়াদ পেরিয়ে আরও তিন বছর কেটে গেলেও নগর নিগমের নির্বাচন আর হয়নি। বুধবার দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে নগর নিগমের সামনে অবস্থান করে “কালা দিবস” পালন করল বিজেপি।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের নেতৃত্বে চলে এই অবস্থান বিক্ষোভ। নগর নিগমের দোরগোড়ায় সরাসরি মুখোমুখি সংঘাতের বার্তা দেন বিজেপি কর্মীরা। বিধায়ক বলেন, “২০১৭ সালের ১৩ আগস্ট নগর নিগমের যে নির্বাচন হয়েছিল,তাতে ভোট লুট, বুথ দখল, সন্ত্রাস সবই করেছিল তৃণমূল। তিন বছর আগে মেয়াদ শেষ হলেও নির্বাচন করেনি সরকার। আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি। এবার সতর্ক করে দিচ্ছি দ্রুত নির্বাচন ঘোষণা না হলে বৃহত্তর আন্দোলন হবে।”

অন্যদিকে বিজেপির এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “পরের পর নির্বাচন হচ্ছে। দুর্গাপুর নগর নিগমের ও নির্বাচন হবে। সবাই সঠিক পরিষেবাও পাচ্ছে। কিন্তু বিজেপি এখন কিছু খুঁজে না পেয়ে নানা রকম ভাবে নাটকই করে যাচ্ছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments