সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিজেপির প্রতিবাদ ঘিরে উত্তেজনা। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বিধাননগরের মুচিপাড়া এলাকায়।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও এক বিধায়কের উপর হামলার প্রতিবাদে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্গাপুরের মুচিপাড়ায় বিক্ষোভ সরব হয় বিজেপি নেতা কর্মীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরিস্থতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। বিক্ষোভকারীদের হটিয়ে আগুন নেভাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। মুচিপাড়া থেকে বাঁশকোপা যাওয়ার সার্ভিস রোডে ব্যাপক যানজট তৈরি হয়। পরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া হয়।





