eaibanglai
Homeএই বাংলায়এসআইআর ফর্ম- ৭ জমা না নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে তুমুল বিক্ষোভ বিজেপির

এসআইআর ফর্ম- ৭ জমা না নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে তুমুল বিক্ষোভ বিজেপির

নিজস্ব সংবাদদাতাঃ- ভূতুরে ভোটার বাদ দিতে বাধা! নির্বাচন কমিশনের নির্দেশ সত্বেও, তা অমান্য করে অন্যায্যভাবে ফর্ম-৭ জমা নেওয়া হচ্ছে না। এমনই অভিযোগে বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন বিজেপির সাংগঠনিক নেতাকর্মী ও সমর্থকরা।

জিতেন্দ্র তেওয়ারি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি নাগরিকের এসআইআর ফর্ম- ৭ জমা দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু অন্ডাল বিডিও দপ্তর ও দুর্গাপুর মহকুমা শাসকের অধীনে থাকা এসআইআর কর্মীরা তৃণমূলের চাপে সেই ফর্ম গ্রহণ করছেন না। তার দাবি ভুতুড়ে ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ব্যাহত করা হচ্ছে যাতে তৃণমূল ওই ভোটারদের সুবিধা নিতে পারে।” এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা না এলে ভোট করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জিতেন্দ্র তেওয়ারি। পাশাপাশি সাত নম্বর ফর্ম জমা না নেওয়া হলে ধারাবাহিক আন্দোলন জারি থাকবে বলেও জানিয়ে দেন তিনি।

অন্যদিকে বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের দাবি, এসআইআর করে সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন, আর এই জটিলতা তৃণমূল নয়, বিজেপিই কমিশনকে দিয়ে তৈরি করিয়েছে। এদিকে এ বিষয়ে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments