নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- নবান্ন অভিযানে অভয়ার মা-বাবার উপর পুলিশি নির্যাতনের অভিযোগে দুর্গাপুরে বিজেপির প্রতিবাদ। দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে সিটিসেন্টার এলাকা জুড়ে চলে প্রতিবাদ মিছিল। যার নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিত দত্ত।
এদিন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই হুঁশিয়ারি দিয়ে বলেন,”নবান্ন অভিযানে আমাদের কর্মীদের ওপর ও অভয়ার মা-বাবার উপর হামলা চালিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। চলো দুর্গাপুরের একটি ঘটনায় বিজেপি কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনা না থামলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাটবো। ১৩ তারিখ দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করবো।”
প্রসঙ্গত, গত শনিবার নির্যাতনের শিকার হয়ে মৃত মেয়ের বিচার না মেলার অভিযোগ তুলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা-মা। সেই অভিযানে পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জে তাঁরা আহত হন বলে অভিযোগ।




