নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কালীপুজো উপলক্ষ্যে দুস্থদের কম্বল বিতরণের আয়োজন করল দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের বি-টু’র উদীয়মান স্পোটিং ক্লাব। প্রায় ২০০ দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি ও ত্রীনাথ আশ্রমের মহারাজরা। ।
উদীয়মান স্পোটিং ক্লাবের প্রেসিডেন্ট বিশ্বজিৎ চ্যাটার্জী জানান তাদের ক্লাবের পক্ষ থেকে কালীপুজো উপলক্ষ্যে প্রতিবছর রক্তদান শিবির, বস্ত্রদান, কম্বলদানের মতো নানা সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করে থাকে। এবছর তাদের ক্লাবের পুজো ১১ বছরে পদার্পণ করেছ।







